সিপ্যানেল থেকে ফুল ব্যাপআপ জেনারেট এবং ডাউনলোড।

সার্ভার-টু-সার্ভার ডাটা মাইগ্রেশনের ক্ষেত্রে একটি অন্যতম সর্বোত্তম উপায় হচ্ছে সিপ্যানেলের Backup Wizard ব্যবহার করে ব্যাকআপ জেনারেট করা এবং সেটিকে ডাউনলোড করে নতুন সার্ভারে রিস্টোর করা। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে সিপ্যানেল থেকে ফুল ব্যাকআপ জেনারেট ও ডাউনলোড করা যায়।

প্রথমে আপনার সিপ্যানেলে লগিন করুন এবং Backup Wizard মডিউলটি খুজে বের করে তা ওপেন করুন।

এরপর Backup বাটনে ক্লিক করুন। নিচের মতো পেজ আসবেঃ

এখান থেকে Full Backup বাটনে ক্লিক করুন। নতুন পেজ আসবে। সেখান থেকে Generate Backup বাটনে ক্লিক করুন।

এরপর নিচের মতো বার্তা দেখতে পাবেনঃ

এখান থেকে Go Back বাটনে ক্লিক করে ব্যাকআপ জেনারেট পেজে ফিরে আসুন। ব্যাকআপ প্রগ্রেস দেখতে পাবেন। পেজটিকে কিছুক্ষন পর পর রিলোড করে দেখতে পারেন যে ব্যাকআপ সম্পন্ন হয়েছে কিনা। ব্যাকআপ সম্পন্ন হলে নিচের মতো দেখতে পাবেনঃ

এখন File Manager থেকে Home Directory তে যান। হোমডিরেক্টরির নীচের দিকে স্ক্রল করলে আপনার জেনারেট করা ফুল ব্যাকআপ ফাইলটি দেখতে পাবেন। যেমন, এখানে আমার জেনারেট করা ডাটা ফাইলটি দেখাচ্ছেঃ

এখন এটিকে ডাউনলোড করে নতুন সার্ভারে আপলোড করে রিস্টোর করতে পারেন। এতে কোন প্রকার সিঙ্গেল ডাটা লস ব্যতীত আপনার সাইট এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার হবে।

 

Was this article helpful?

Related Articles

Leave A Comment?