কিভাবে প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করবেন?

প্রাইভেট নেইম সার্ভার এড করার জন্য প্রথমে আপনাকে Private Nameservers রেজিস্টার করতে হবে।

প্রথমে আপনার হোস্টিং এর DNS আইপি চেক করতে হবে। হোস্টিং এর নেইম সার্ভার বা আইপি কিভাবে খুঁজে পাবেন? তার জন্য এই আর্টিকেল ফলো করুনঃ- https://support.hostever.com/kb/how-to-find-nameserver-bangla/

এখন আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেল এর Private Nameservers অপশনে জান, এখন Register a Name Server এর প্রথম বক্সে আপনার কাস্টম নেইম এবং পরের বক্সে আপনার হোস্টিং এর আইপি দিয়ে সেভ করুন। প্রয়োজনে নিচের স্ক্রিনশট টি ফলো করুন।

একইভাবে দ্বিতীয় নেইম সার্ভার টি রেজিস্টার করুন।
নোটঃ প্রথম নেইম সার্ভার রেজিস্টার এর সময় হোস্টিং এর নেইম সার্ভারের প্রথম আইপি এবং পরের বার দ্বিতীয় আইপি টি ব্যবহার করতে হবে।

এখন এই কাস্টম বা প্রাইভেট নেইম সার্ভার দুটি আপনার ডোমেইন নেইম সার্ভার হিসেবে সেট করুন। নিচের স্ক্রিনশর্টের মতো। আপনার ডোমেইনের নেইম সার্ভার আপডেট হয়েছে কি না এখানে চেক করতে পারেনঃ- https://www.dnslt.com/

তারপর আপনাকে সি-প্যানেল এর Zone Editor অপশন থেকে দুটি A রেকর্ড এড করতে হবে।

১. নেইম এর বক্সে আপনার প্রথম কাস্টম/প্রাইভেট DNS টি দিবেন।
২. Type সিলেক্ট করতে হবে A
৩. এবং Record বক্সে, ওই প্রাইভেট নেইম সার্ভার রেজিস্টার করার সময় যে আইপি ব্যবহার করেছিলেন সেটি দিবেন।
৪. TTL বা অন্য সব ডিফল্ড থাকবে।
নিচের স্ক্রিনশটটি ফলো করুন।

একই ভাবে দ্বিতীয়টি এড করুন।

ব্যাস কাজ শেষ, আপনার প্রাইভেট নেম সার্ভার সফলভাবে এড হয়ে গিয়েছে।

Was this article helpful?

Related Articles

Leave A Comment?