কিভাবে হোস্টিং রিনিও করবেন?

হোস্টিং ক্রয় তো নিজে নিজেই সম্পন্ন করেছেন, যদি এমন হয় রিনিও আপনি নিজেই করতে পারেন, তবে কেমন হয়? Hostever আপনাকে দিচ্ছে সেই সমাধান।

১। হোস্টিং রিনিও করার জন্য প্রথমে Client Area তে লগিন করুন।
https://www.hostever.com/portal/clientarea.php

২। এর পর Services থেকে My Services ক্লিক করুন।

৩। এখন নিচের স্কিনশর্ট এর মতো একটি পেইজ দেখতে পাবেন, এখন সাইটের থ্রি ডট থেকে View Details এখানে ক্লিক করুন।

এখন নিচের স্কিনশট এর মত একটি পেইজ দেখতে পারবেন।

৪। এখন মার্ক করা Renew Service For 1 Year এই অপশনে ক্লিক করবেন।

নোটঃ আপনার বিলিং সাইকেল যে অপশন সিলেক্ট করা আছে সেই হিসেবে রিনিও এর অপশন দেখাবে। যেমনঃ মান্থলি ১ মাসের প্যাকেজ রিনিও হলে Renew Service For 1 Month দেখাবে।

৫। উপরে দেখুন রিনিও অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিন ইনভয়েস জেনারেট হয়ে যাবে। এর পর শুধু পেমেন্ট করুন হোস্টিং রিনিও সম্পন্ন হয়ে যাবে।

যদি ডোমেইন সহ রিনিউ করতে চান, সেক্ষেত্রে ডোমেইন নেমের বাম পাশের চেকবক্সে (✔) টিক মার্ক দিয়ে নিন।

শুধু হোস্টিং রিনিও এর ক্ষেত্রে টিক (✔) দেয়ার দরকার নেই।

এর পরেও যদি রিনিও নিয়ে কোন সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের সাপোর্ট এ জানাবেন।

 

Was this article helpful?

Related Articles

Leave A Comment?