বাজেট এবং আডভান্স লিনাক্স শেয়ার্ড হোস্টিং এর মধ্যে নিন্মলিখিত পার্থক্য রয়েছেঃ
১। বাজেট লিনাক্স শেয়ার্ড হোস্টিং মূলত সাধারণ ইউজার যারা লার্নিং পারপাসে সাইট হোস্ট করতে চায়। অন্যদিকে আডভান্স প্যাক প্রডাকশনের জন্য, যারা পুর্নাঙ্গ সাইট হোস্ট করবে এবং দীর্ঘসময়ব্যাপী ব্যবহার করবে। অর্থাৎ, এটি কর্পোরেট পর্যায়ে ব্যবহারের জন্য উপযোগী।
২। বাজেট লিনাক্স হোস্টিং সাধারণ পিএইচপি সাইট বা ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস চালানোর জন্য উপযোগী। অন্যদিকে আডভান্স প্যাক এগুলোর পাশাপাশি লারাভেল, NodeJS, Python, Ruby ইত্যাদি চালানোর জন্য উপযোগী।
৩। বাজেট প্যাকে ব্যাকআপ রাখা হয় না। অর্থাৎ, বাড়তি সিকিউরিটির প্রয়োজন মনে করলে আপনার ডাটার একটা ব্যাকআপ মাঝে মাঝে ডাউনলোড করে আপনার কাছে রাখতে হবে।
অন্যদিকে অ্যাডভান্স প্যাকে ৩ স্তরের ৭ দিনের সিকিউর ব্যাকআপের ব্যবস্থা করা হয়। যদি আপনি নিজেও ভুল করে আপনার সকল ডাটা ডিলিট করে ফেলেন, এমনকি আপনার পুরো সাইট অদৃশ্য হয়ে যায়, তার পরেও ৭ দিনের মধ্যে CFH টিমকে জানাতে তারা কয়েকমিনিটে আপনার পুরো সাইট রিস্টোর করে দিবে।
৪। বাজেট প্যাকে SSH এক্সেস নাই, আডভান্স প্যাকে এটি আছে। কিছু কিছু আডভান্স লেভেলের স্ক্রিপ্ট ইন্সটল করতে এটি প্রয়োজন হয়।
৫। বাজেট প্যাকে কিছু কিছু রিসোর্স সীমিত, অন্যদিকে আডভান্স প্যাকে বাড়তি রিসোর্স দেয়া হয়।
৬/ বাজেট প্যাক এ ফাইল(Inode) লিমিট দেওয়া আছে কিন্তু আডভান্স প্যাক এ ফাইল(Inode) লিমিট নেই।
৭। বাজেট প্যাক তুলনামূলক সস্তা, অন্যদিকে বাড়তি ফিচারের জন্য অ্যাডভান্স প্যাক দামী হয়ে থাকে।
Leave A Comment?