Post-processing of the image failed likely because the server is busy or does not have enough resources. Uploading a smaller image may help. Suggest maximum size is 2500 pixels.

  • কোন কারনে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেনঃ

  1. আপনার  আপলোড করা ছবি ২৫০০পিক্সেল এর থেকে অনেক  ছোট হইয়ে থাকে তাহলে  এররটি আসতে পারে।
  2. এই এররটি ওয়ার্ডপ্রেস  ৫.৩  বা তার আপডেট ভার্সনে  কীভাবে খুব বড় ছাইজের  ছবি আপলোড করা ছবিগুলি পরিচালনা করে তার সাথে সম্পর্কিত।
  3. আপনি  যদি ক্যামেরা দিয়ে  ছবি তুলে আপলোড করেন আর ক্যামেরারটি রেজুলেশন ৬ মেগাপিক্সেল এর বেশি হইয়ে থাকে তাহলে ছবিটির ২৫০০ পিক্সলের বেশি হবে তখন এই ত্রুটিটি  আসতে পারে।
  • বেসিক ট্রাবলশ্যুটিংঃ

  1. আপনার আপলোড করা ছবিটি কি 2500 পিক্সেলের চেয়ে বড়?
    যদি তাই হয়, আপলোড করার আগে ছবিটি রিসাইজ করার চেষ্টা করুন।
  2.  অন্য একটি ওয়েব ব্রাউজারে আপলোড করার চেষ্টা করুন.
  3.  আপনার ফাইলের নাম চেক করুন।
    ফাইলের নামে যদি কোন স্পেশাল অক্ষর ব্যবহার করে থাকেন, তাহলে ফাইলের নামটি রিনেম করে সুন্দর একটি নাম ব্যবহার   করুন। যেমন-(Header-Background.jpg)এই ধরনের নাম ব্যবহার করার চেষ্টা করুন যেখানে (A-Z/a-z and 0-9) থাকবে।
  4. পেজটিকে হার্ড রিফ্রেশ করার চেষ্টা করুন।
    Google Chrome ব্রাউজার  এর জন্য Control + F5 একসাথে চাপুন, Firefox or Edge ব্রাউজার  এর জন্য Control + Shift + R একসাথে চাপুন, Safari ব্রাউজার এর জন্য Command + R একসাথে চাপুন।
  5. আপনার ওয়েব ব্রাউজারের ক্যাশে খালি করার চেষ্টা করুন।
  • কিছু কমন সমাধানঃ

  1. বাইপাস প্রকিয়াটি ব্যাবহার করে দেখতে পারেন। এই সমাধানটি অনেক সময় কাজ করে থাকে। আপনার ওয়ার্ডপ্রেস থিম বা চাইল্ড থিমের functions.php-এ লাইনটি এড করুনঃ add_filter( ‘big_image_size_threshold’, ‘__return_false’ );
  2. ওয়ার্ডপ্রেস প্লাগিনয়ে (Disable ‘BIG Image’ Threshold) এই নামের প্লাগিনটি ইন্সটল করে অ্যাক্টিভ করুন। 
  • অ্যাডভান্সড ট্রাবলশ্যুটিংঃ

  1. লাইব্রেরীর পরিবর্তনঃ

    ইমেজ প্রসেসিং এর জন্য imagemagick এর পরিবর্তে gd library ব্যবহার করুন।
    ওয়ার্ডপ্রেস এর থিময়ে অপশনে function.php ওপেন করে নিচের লাইন গুলো এড করুন।
    add_filter(‘wp_image_editors’, function($editors) {
    return [‘WP_Image_Editor_GD’, ‘WP_Image_Editor_Imagick’];
    })

  2. আপলোড লিমিটঃ

    ওয়েব সার্ভারে সাধারণত প্রতিটি অ্যাকাউন্ট সর্বোচ্চ ফাইল সাইজ সেট করা থাকে, যেমন 10MB-128MB।কিন্তু অনেক কাজের জন্য এইটির সাইজ পরিবর্তন করে 1Mb-2Mb সেট করা হইয়ে থাকে। আপনার ফাইলের সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে আপনি আপনার মতো করে php.in ওপেন করে পরিবর্তন করতে পারবেন।

  3. হোস্টিংঅ্যাকাউন্ট এর মেমোরি চেকঃ

    যদি আপনার অ্যাকাউন্ট অনেক বেশি পরিমাণে ট্র্যাফিক পায় বা মেমরি এবং সিপিইউ(CPU)অনেক বেশি কার্জকম চলিতাছে, যেমন ব্যাকআপ ইত্যাদি। এই সকল বিষয় গুলো চেক করতে পারেন।

  4. PHP ভার্সন পরিবর্তনঃ

    আপনার সাইটে ব্যবহৃের PHP ভার্সনটি আপডেট বা ডাউনগ্রেট  করতে পারেন , উদাহরণস্বরূপ PHP ভার্সন 7.3 এর পরিবর্তে 7.2,7.4 বা 8.0,সতর্ক থাকতে হবে যে আপনার  ভার্সনটি সঠিক ভাবে পরিবর্তন হইছে কিনা। যদি আপনার কাছে সেটিং এর সকল অ্যাক্সেস থেকে তাহলে পরিবর্তন করতে পারবেন  না হলে  হোস্টিং প্রোভাইডার এর সাথে যোগাযোগ করতে হবে।

  5. ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তনঃ

    আপনি সবার আগে আপনার সাইটি অন্য কোথাও সরিয়ে নিন তার পর আপানার ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করুন তা নাহলে আপনি আগের সাইটি হারিয়ে ফেলতে পারেন। 

Was this article helpful?

Related Articles

Leave A Comment?