অনেকেই অনেক সময় SSL ইন্সটল এবং https সহ সাইট লোড হওয়ার পরও Not Secure না দেখানোর পর হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে অভিযোগ করেন SSL কাজ করে না।
SSL যদি কাজই না করতো তাহলে আপনার পেজই লোড হতো না।
এটাকে বলে ব্রাউজার প্যাডলক। আমি দুটো ইমেইজ এড করেছি, প্রথমটা প্যাডলক ছাড়া, পরেরটায় প্যাডলক রয়েছে।
এই প্যাডলক ইস্যু তৈরি হবে, আপনার ওয়েব সাইটের কোন কনটেন্ট যদি http দিয়ে লোড হয়।
আপনি https://www.whynopadlock.com/ সাইটে গিয়ে আপনার সাইটটি টেস্ট করুন। আপনাকে তারা কোন লিংক http সহ লোড হচ্ছে দেখাবে।
আপনি URL টা https সহ আপডেট করে দিলেই ফিক্স হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস সাইট হলে “Really Simple SSL” plugin ব্যবহার করে ফিক্স করে নিতে পারেন।
Leave A Comment?