কিভাবে সাপোর্ট টিকেট ওপেন করবেন?

সাপোর্ট টিকেট ওপেন করার জন্য প্রথমে এই লিংকে যেতে হবে- https://www.hostever.com/portal/supporttickets.php

এবং নিচের স্কিনশর্ট এর মতো একটি পেইজ দেখতে পাবেন।

এখান থেকে প্রয়োজন অনুযায়ী ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন।

তারপর নিচের স্কিনশর্ট এর মতো অপশন পাবেন।

সেখানে,

১। আপনার সার্ভিস সিলেক্ট করবেন।

২। Subject এর ফিল্ডে আপনার বিষয়বস্তু লিখবেন।

৩। Message এর ফিল্ডে আপনার সমস্যার বিস্তারিত উল্লেখ করবেন/লিখবেন।

৪। প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ফাইল এড করতে পারেন।

তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন।

Was this article helpful?

Related Articles

Leave A Comment?